1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে পৌর মেয়রের ওপর হামলা, শিশু, সংবাদকর্মী সহ আহত ৫ জাতীয় সাংবাদিক সংস্থা সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক অনুষ্ঠিত বাংলাদেশে প্রথম যুদ্ধশিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন তাড়াশের মেরিনা খাতুন সিরাজগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত টোল আদায় বন্ধে, বেলকুচি পৌর মেয়রকে শোকজ করেছে আদালত বাতিল হলো উপজেলা পরিষদ আদর্শ একাডেমির টেন্ডার-ব্যাহত শিক্ষা কার্যক্রম বেলকুচিতে নির্বাচনী সহিংসতায় আহত আলিমের মত্যু, আটক ৩ তাড়াশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সঞ্জিত কর্মকারের গণসংযোগ এনায়েতপুরে নিখোঁজের একদিন পর দুই শিশুর লাশ উদ্ধার ছেলেকে মাদ্রসায় রেখে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

শিক্ষার্থীদের শরীর মনের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-ভিসি রবি

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মির্জা হুমায়ুন,শাহজাদপুর থেকেঃ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ ২০২৪ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছেন বাংলা বিভাগের পুরুষ দল ‘অর্জুন’ ও ব্যবস্থাপনা বিভাগের নারী দল ‘রেড এলার্ট’ এবং রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগের নারী ও পুরুষ দল। সোমবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৪.৩০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর উন্মুক্ত প্রাঙ্গণে এই চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এসময় বিজয়ী দল, রানার্সআপ দলসহ অন্যান্য দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া আয়োজক কমিটির আয়োজনে চারদিনব্যাপী চলা এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৪০টি দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই পঠন-পাঠনের নিজস্বতা নির্মাণ করতে সমর্থ হয়েছে, যেটি আমাদের শিক্ষা- সংস্কৃতির অংশ হিসেবে সকলের কাছেই গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রচলিত শিক্ষাদান পদ্ধতির সঙ্গে বাঙালি সংস্কৃতির বিভিন্ন অনুসঙ্গকে সংযুক্ত করে নতুন শিক্ষার পরিবেশ তৈরির পথে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে বলতে পারি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে গৌরবের সঙ্গে ধারণ করে, মানবিকবোধে শানিত হয়ে অগ্রসর হবে, এটা আমাদের প্রত্যাশা।
সুস্থ সমাজ নির্মাণের ক্ষেত্রে ক্রীড়ার ভূমিকা স্বীকৃত। যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে মুক্ত রাখতে হলে তাদেরকে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার সঙ্গে সংযুক্ত রাখতে হবে। শিক্ষার্থীদের শরীর মনের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় শিক্ষার্থীগণ যে ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন তাতে আমরা খুব আশাবাদী হয়েছি, সাংস্কৃতিক ক্ষেত্রে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেভাবে অবদান রেখে চলছে তেমনিভাবে ক্রিড়াঙ্গনেও অবদান রাখতে পারবে।

উপাচার্য চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করায় বাংলা বিভাগের ‘অর্জুন’ ও ব্যবস্থাপনা বিভাগের ‘রেড এলার্ট’ টিমকে অভিনন্দন জানান। একই সঙ্গে রানার্সআপসহ অন্যান্য দলের খেলোয়াড়রা আগামীতে ভালো করবেন মর্মে শুভকামনা জানান। তিনি বলেন, তোমরা প্রত্যেকেই ভালো করেছো, আগামীতে আরো ভালো করবে। এমন সুন্দর আয়োজন করায় উপাচার্য মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া আয়োজন কমিটির আহ্বায়ক জনাব বিজন কুমারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park